ফের দ্বিশত রান ভারতীয় ব্যাটসম্যানের

বর্তমানে  ভারতীয়  ব্যাটসম্যানদের মধ্যে  দ্বিশত রান  করার প্রতিযোগীতা চলছে । কিছু দিন আগে ঈশান কিষাণ শ্রীলঙ্কার  করেছিল আর এবার শুবমান গিল হায়দ্রাবাদ এ নিউজিল্যান্ড এর বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক ম্যাচে  দ্বিশত রান করলেন । পঞ্চম  হিসাবে তিনি এই নজির গড়লেন ।বিশ্বে সর্বপ্রথম এবং ভারতীয় হিসাবে দ্বিশত রান করেছিলেন সচিন তেন্ডুলকর ।
তিনি গোয়ালিয়রে সাউথ আফ্রিকার বিরুদ্ধে এই নজির গড়েন । বর্তমানে  একদিনের আন্তর্জাতিক ম্যাচে সর্বোচ্চ রান আছে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার ।তিনি 2014 সালে কলকাতার ইডেন গার্ডেনে শ্রীলঙ্কার বিরুদ্ধে 264 রান করেন ।
নীচে ভারতীয়দের দ্বিশত রানের তালিকা দেওয়া হল-
1) রোহিত শর্মার - 264 /208 /209
2) সচিন তেন্ডুলকর - 200
3) বীরেন্দ্র সহবাগ- 219 
4) ঈশান কিষাণ - 210
5)  শুবমান গিল - 208

Comments

Popular posts from this blog

gaming मे नई दिशा लाने बाली देश में आ राहा हे pubg जैसा battle Royale game "INDUS" .

हमें अपनी शारीरिक फिटनेस क्यों बरकरार रखना चाहिए ?

life of a middle class family boy