FIREBOLTT SUPERNOVA স্মার্টওয়াচ রিভিউ ।

বর্তমানে আধুনিক যুগে মানুষের জীবনযাত্রার মান ক্রমশ উন্নত হচ্ছে । যার অন্য কারন হচ্ছে প্রযুক্তি ।মোবাইল ও ইন্টারনেট এর যুগে সবকিছু মানুষের হাতের মুঠোয় । সেইরকমই সমস্ত কিছুর সাথে তালমিলিয়ে হাতঘড়িও উন্নত মানের হয়ে উঠেছে । এই মুহূর্তে প্রযুক্তি জগতে সবচেয়ে আলোচ্য বিষয় হচ্ছে স্মার্টওয়াচ । স্মার্টওয়াচ ব্যবহারের ফলে আপনি বিভিন্ন উপকারিতা উপলব্ধ করতে পারবেন । যেমন- হার্টবিট  মাপা , রক্তচাপ, আপনি রোজ কতটা চলাফেরা করছেন প্রভৃতি । আজ এই প্রতিবেদনে এমনই এক সদ্য লঞ্চ হওয়া স্মার্টওয়াচ এর ব্যপারে যানাবো যার নাম FIREBOLT SUPERNOVA । যেটি তৈরি করেছে FIREBOLTT 
নামক কোম্পানি । আসুন দেখে নেওয়া যাক এর বৈশিষ্ট্য গুলি।
 এটি কোম্পানির একটি ফ্ল্যাগশিপ প্রোডাক্ট ।খুব সুন্দর মেটালিক ফ্রেম এবং স্ট্র্যাপ যুক্ত । এর মূল্য Rs. 3499/- এটি ফ্লিপকার্ট এ পাওয়া যাবে ।
এর মধ্যে  উন্নতমানের 5.0 ব্লুটুথ কনেকশান আছে যার ফলে কলিং আরও উন্নত মানের হবে । 
জিনিসটি 5 টি আলাদা কালার সাথে লঞ্চ করা হচ্ছে যেমন- yellow, orange blue , black, light gold , black gold ইত্যাদি । এছাড়াও এটিতে 123 টি আলাদা ধরনের স্পোর্টস মোড আছে । এর ডিসপ্লে টি AMOLED এবং 368×448 মেগপিক্সেল যুক্ত । এর স্ক্রিনটি  8টি আলাদা  ধরনের দেখতে পাওয়া যাবে । এছাড়াও এতে আপনি পাবেন উন্নতমানের ভয়েস Assistant । এর সবচাইতে উল্লেখযোগ্য ফিচার হল এটি আপনাকে ঠিক সময়মত জল খাওয়ার কথা মনে করিয়ে দেবে । একবার চার্জ দিলে 5 দিন পর্যন্ত চলার ক্ষমতা রাখে । 
আশা করি বন্ধুরা আমার এই প্রতিবেদন পরে আপনাদের ভাল লেগেছে । 
  ধন্যবাদ,

Comments

Popular posts from this blog

life of a middle class family boy

gaming मे नई दिशा लाने बाली देश में आ राहा हे pubg जैसा battle Royale game "INDUS" .