বর্তমানে আধুনিক যুগে মানুষের জীবনযাত্রার মান ক্রমশ উন্নত হচ্ছে । যার অন্য কারন হচ্ছে প্রযুক্তি ।মোবাইল ও ইন্টারনেট এর যুগে সবকিছু মানুষের হাতের মুঠোয় । সেইরকমই সমস্ত কিছুর সাথে তালমিলিয়ে হাতঘড়িও উন্নত মানের হয়ে উঠেছে । এই মুহূর্তে প্রযুক্তি জগতে সবচেয়ে আলোচ্য বিষয় হচ্ছে স্মার্টওয়াচ । স্মার্টওয়াচ ব্যবহারের ফলে আপনি বিভিন্ন উপকারিতা উপলব্ধ করতে পারবেন । যেমন- হার্টবিট মাপা , রক্তচাপ, আপনি রোজ কতটা চলাফেরা করছেন প্রভৃতি । আজ এই প্রতিবেদনে এমনই এক সদ্য লঞ্চ হওয়া স্মার্টওয়াচ এর ব্যপারে যানাবো যার নাম FIREBOLT SUPERNOVA । যেটি তৈরি করেছে FIREBOLTT নামক কোম্পানি । আসুন দেখে নেওয়া যাক এর বৈশিষ্ট্য গুলি। এটি কোম্পানির একটি ফ্ল্যাগশিপ প্রোডাক্ট ।খুব সুন্দর মেটালিক ফ্রেম এবং স্ট্র্যাপ যুক্ত । এর মূল্য Rs. 3499/- এটি ফ্লিপকার্ট এ পাওয়া যাবে । এর মধ্যে উন্নতমানের 5.0 ব্লুটুথ কনেকশান আছে যার ফলে কলিং আরও উন্নত মানের হবে । জিনিসটি 5 টি আলাদা কালার সাথে লঞ্চ করা হচ্ছে যেমন- yellow, orange blue , black, light gold , black gold ইত্যাদি । এছাড়াও এটিতে 123 টি আলাদা ধরনের স্পোর...